সকল প্রশংসা একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর এবং তারই সুন্দরতম নাম আল-আমিন (মহাজ্ঞানী) নামে শুরু করছি।
আসসালামু আলাইকুম, কেমন আছেন ? আশা করি ভালো। যদিও আমি অনেক দিন যাবৎ টেকটিউনের সাথে আছি তবে কখনো টিউন করার সাহস করিনি। তো বুঝতেই পারছেন এটা আমার প্রথম টিউন।
যেহেতু আজকের টিউনটি আমার প্রথম টিউন সেহেতু সঙ্গত কারণেই আমি চেষ্টা করব
লেখাটিকে অনেক সুন্দর করে সাজাতে যাতে প্রিয় পাঠক ভাই-বোনদের ও বন্ধুদের
উপকারে আসে। তাহলেই আমার পোস্টের সার্থকতা।